
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান চলাকালীন ত্রিপুরার ধলাই জেলার আশারামবাড়ি এলাকায় বিজেপির শ্রবণ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তিপ্রা মথা দলের সমর্থকদের দিকে। ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন বিজেপি কর্মী। গুরুতর আহত দুই জনকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়ন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশবাহিনী।ঘটনাটি ঘটে পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের ৩০ নম্বর বুথে। সেখানে বিজেপির কর্মীরা অন্যান্য জায়গার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করেছিলেন। কর্মসূচি চলাকালীনই একদল দুষ্কৃতিকারী, যাদের সংখ্যা প্রায় ৩০-৩৫ জন, হঠাৎ করে সেখানে ঢুকে আক্রমণ চালায় বলে অভিযোগ।বিজেপি নেতা বিপিন দেববর্মা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও ধারালো হাতিয়ার নিয়ে এসে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় এবং কর্মসূচি পণ্ড করে দেয়। তিনি আরও জানান, হামলাকারীরা অন্তত ১০-১৫টি বাইক এবং দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তবে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, তিপ্রা মথা বর্তমানে রাজ্য সরকারের শরিক দল। সেই দলের সমর্থকদের দ্বারা বিজেপি কর্মীদের উপর হামলা, জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।বিজেপি নেতা বিপিন দেববর্মা জানিয়েছেন, এই ঘটনাটি ইতিমধ্যেই রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর গোচরে আনা হয়েছে। দলীয় এক প্রতিনিধিদল শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শনে যাবে।তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শরিক দলের তরফ থেকে এ ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও হতাশাজনক।”