
ঐতিহাসিক মনকাডা দিবস উপলক্ষে আজ সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে কিউবার বিপ্লবী লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করলেন রাজ্যের কৃষক নেতৃবৃন্দ।১৯৫৩ সালের এই দিনে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার মনকাডা ব্যারাকে হামলা চালানো হয়, যা পরবর্তীকালে কিউবার বিপ্লবের সূচনা চিহ্নিত করে। সেই দিনকে স্মরণ করে প্রতিবছর ২৬ জুলাই মনকাডা দিবস হিসেবে পালিত হয়।আজকের অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে কৃষক সভার নেতারা বলেন, “ফিদেল কাস্ত্রো ও তাঁর বিপ্লবী সহযোদ্ধাদের সাহসিকতা কেবল কিউবায় নয়, গোটা বিশ্বের মুক্তিকামী মানুষদের প্রেরণা যুগিয়েছে।”তাঁরা আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও অবরোধের বিরুদ্ধে কিউবার যে প্রতিরোধ, তা আজও বিশ্বের বহু দেশের সংগ্রামের প্রতীক। “ভারতের কৃষক আন্দোলনও সেই চেতনারই ধারক। শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে,” বলে জানান এক নেতা।অনুষ্ঠানের শেষাংশে মনকাডা দিবসের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে একটি আলোচনা সভা হয়। পাশাপাশি, পরিবেশিত হয় বিপ্লবী গান, যা অনুষ্ঠানে সংগ্রামী আবহ তৈরি করে।এই কর্মসূচির মাধ্যমে সারা ভারত কৃষক সভা কিউবার জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।