
দিন দিন প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার নতুন কৌশল। এবার সেই প্রতারণার জালে আটকে যাচ্ছিলেন কৈলাশহরের স্থানীয় বাসিন্দা অপূর্ব দেব। এক ফোন কলে তাকে প্রলুব্ধ করা হয় “Vi” নামে একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির টাওয়ার তার ব্যক্তিগত জমিতে বসানোর প্রস্তাব দিয়ে।সূত্র জানায়, প্রতারকরা প্রথমে অপূর্ব বাবুকে ফোন করে জানতে চায়, তার নিজের কোনো জায়গা-জমি আছে কি না। অপূর্ব দেব নিশ্চিত করলে, তাকে জানানো হয় যে তার জমিতে Vi টাওয়ার বসানো হবে এবং এর জন্য মাসিক ২০-২৫ হাজার টাকা ভাড়া দেওয়া হবে। শুধু তাই নয়, তার পরিবারের একজনকে ‘Vi কোম্পানিতে’ চাকরিও দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।প্রথমে বিষয়টি আকর্ষণীয় মনে হলেও, পরে সন্দেহ জাগে অপূর্ব দেবের। তিনি বিস্তারিত জানতে চাইলে প্রতারকরা আরও বিশ্বাসযোগ্য করে তুলতে বলে, একটি ‘লাইসেন্স’ বানাতে হবে যার জন্য প্রাথমিকভাবে ২৫০০ টাকা জমা দিতে হবে। এখানেই অপূর্ব দেব সতর্ক হন এবং বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।তিনি সাংবাদিকদের জানান, “আমার কাছে পুরো ব্যাপারটা ধোঁয়াশা মনে হচ্ছিল। তাই আরও জানতে গিয়ে বুঝতে পারি, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা। আমি আর টাকা দিইনি, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমে বিষয়টি জানাই।”উল্লেখযোগ্যভাবে, এরকম একই রকম প্রতারণার শিকার হয়ে অনেকেই আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুমারঘাটের কৃষ্ণ দাস নামে এক ব্যক্তি একইভাবে ভুয়া টাওয়ার বসানোর ফাঁদে পড়ে নিজের জমি বিক্রি করে প্রতারকদের প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা দিয়ে দেন। দুঃখজনকভাবে, এই ঘটনার ধাক্কা সামলাতে না পেরে তিনি আর বেঁচে নেই।এই ঘটনা নতুন করে সমাজে সতর্কবার্তা জারি করেছে — অপরিচিত নম্বর থেকে আসা চাকরি বা ব্যবসার লোভনীয় প্রস্তাবগুলো যাচাই না করে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে।স্থানীয় প্রশাসন ও পুলিশ এই ধরণের ফোন প্রতারণা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচার শুরু করেছে।