বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের প্রেক্ষাপটে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বে থাকা অবস্থায় বিজেপিকে হারানো কার্যত অসম্ভব। সোমবার মোহনপুরে বিজয়োৎসব হিসেবে আয়োজিত এক বিশাল বাইক র্যালির পর তিনি এই বক্তব্য দেন। র্যালিতে অংশ নেয় এক হাজারেরও বেশি মোটরবাইক, যা পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিহারের জনগণ আবারও উন্নয়ন, সুশাসন এবং স্বদেশি ভাবনার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর মতে, নারী, যুবসমাজসহ সাধারণ মানুষ উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে বিজেপিকে পুনরায় সমর্থন জানিয়েছেন। তিনি দাবি করেন, “দেশজুড়ে উন্নয়নের কাজ আজ ঘরে ঘরে পৌঁছে গেছে—বিনামূল্যে রেশন, উন্নত রাস্তা, জাতীয় সড়ক, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও বিদ্যুৎ। মানুষ জানে উন্নয়ন ছাড়া অন্য কোনো পথ নেই।”
লালু প্রসাদ যাদবের আমলে বিহারে ‘জঙ্গলরাজ’-এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেই অভিজ্ঞতা ত্রিপুরার মানুষও বাম আমলে অনুভব করেছে। তাই ২০১৮ সালে জনগণ দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে রাজ্যে পরিবর্তন এনেছে। তার মতে, ত্রিপুরার মানুষ আর অতীতের সেই শাসনে ফিরতে চায় না।
রতনলাল নাথ আরও দাবি করেন, মোদী-শাহ যুগল নেতৃত্বে দেশ আন্তর্জাতিক মঞ্চে যেমন শক্তিশালী হয়েছে, তেমনই অর্থনীতিতেও বড় অগ্রগতি হয়েছে। বিহারের নির্বাচন ফলাফল সেই অগ্রগতিরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, “ভারত আজ এক আত্মবিশ্বাসী দেশ, যার পথ নির্দেশনা দিচ্ছেন মোদীজি। সেই আস্থা থেকেই মানুষ বিজেপিকে বারবার সুযোগ দিচ্ছে।”
সিপিএম ও কংগ্রেসের ভবিষ্যৎ প্রসঙ্গেও তিনি তীব্র আক্রমণ শানান। তাঁর দাবি, ত্রিপুরায় সিপিএমের ‘ডাবল জিরো’ অবস্থা এবং কংগ্রেস ‘বিলুপ্তপ্রায়’। আঞ্চলিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মোদীজির উন্নয়নযাত্রায় সামিল হলে তারাও জনগণকে নিয়ে এগিয়ে যেতে পারবে। আবারও তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, ত্রিপুরায় বামেরা আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না।
পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাতেও বিজেপি বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তাঁর বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট—লোকজন আর পুরনো রাজনীতির প্রতি আস্থা রাখছে না; তারা উন্নয়ন, স্থিতিশীলতা ও স্বচ্ছ প্রশাসন চায়।
র্যালিতে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা স্লোগান ও পতাকা হাতে বিজয়ের আবহ তৈরি করেন। শেষ পর্যন্ত মন্ত্রী রতনলাল নাথের মূল বার্তাই ছিল—“বিজেপি ও মোদীজিকে হারানো এখন অসম্ভব; কারণ জনগণ উন্নয়নের পক্ষে একত্র হয়েছে।”