
আগ্নেয়াস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বুধবার দুপুরে TR031393 নাম্বারের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। বাসটি আগরতলা থেকে উদয়পুর যাচ্ছিল।বিশ্রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজিত দেববর্মার নেতৃত্বে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, আমতলী উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর সেন (৩৩), পিতা: নিপেন্দ্র সেন, ওই বাসে করে আগ্নেয়াস্ত্র পাচার করছেন – এমন তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। অভিযানে বাসটিকে থামিয়ে প্রত্যেক যাত্রীর জিনিসপত্রে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে দীপঙ্কর সেনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে মধুপুর ও আমতলী থানায় আগেও একাধিক মামলা রয়েছে।ওসি অজিত দেববর্মা জানান, সাধারণ যাত্রীদের যেন কোনওরকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করে পুরো অভিযান পরিচালিত হয়েছে। যাত্রীদের বিকল্প গাড়ির ব্যবস্থা করেও দেওয়া হয়েছে বলে জানান তিনি।এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।