
আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায় বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ আদিবাসী কংগ্রেস। এছাড়া ২৩ আগস্ট ব্লকভিত্তিকভাবে পালিত হবে এডিসি দিবস।রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। তিনি জানান, আদিবাসী জনগোষ্ঠীর সামনে নানা রাজনৈতিক প্রতারণার চিত্র তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে।শব্দকুমার নাম উল্লেখ না করেই তিপরা মথাকে নিশানা করে বলেন, ২০২১ সালে টিটিএএডিসি-তে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর জনজাতি এলাকাগুলির শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি। বরং প্রতিদিনই জনজাতি মানুষ নিজেদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন, অথচ সরকার ব্যর্থতার ভার ঢাকতে মনোযোগ সরাতে ব্যস্ত।সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, কেন্দ্রীয় সরকার অনুমোদিত সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশের ছোট ১১টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান সবচেয়ে নীচে — স্কোর মাত্র ৩৪.২ পয়েন্ট।তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর দাবিকৃত স্মার্ট সিটির ৫৮টি প্রকল্প শেষ হলেও শহরগুলির উন্নয়নে বাস্তব ফল নেই। ২০২৪ সালের স্বচ্ছ শহর ক্যাটাগরিতে আগরতলার নাম না থাকলেও খোয়াই শুধুমাত্র ‘প্রমিসিং স্বচ্ছ শহর’ হিসেবে স্থান পেয়েছে।ত্রিপুরার উন্নয়ন প্রশ্নে প্রবীরবাবু আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘লুক ইস্ট’, ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘মেইক ইন ইন্ডিয়া’ নীতির বাস্তব প্রতিফলন নেই রাজ্যে। উত্তর পূর্বের প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে বরাদ্দ অর্থের বিরাট অংশ এখনও খরচ হয়নি। ২০২৩-২৪ সালে ত্রিপুরায় বরাদ্দ ২৬ কোটি টাকার মধ্যে ১৪ কোটির কাজ হয়েছে মাত্র, যার ফলে কর্মসংস্থান হয়েছে ৪ হাজার ৭০৪ জনের।দেশব্যাপী আদিবাসীদের সংকট প্রসঙ্গে তিনি জানান, আদিবাসীদের প্রকৃত সংখ্যা প্রায় ১২ কোটি হলেও জনগণনায় তাদের সংখ্যা কম দেখানো হয়েছে। বনাধিকার আইনের সংশোধনের ফলে প্রায় ৬৮ হাজার পরিবার উচ্ছেদের মুখে পড়েছে। দেশের ৭০ শতাংশ খনি প্রকল্প আদিবাসী এলাকায় হওয়ায় তাদের জীবনে গভীর সংকট সৃষ্টি হয়েছে।জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতিদিন গড়ে ১১ জন আদিবাসী নারী ধর্ষণের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।এই সব বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে, আদিবাসী কংগ্রেস নেতা জানান, ৯ ও ২৩ আগস্টের কর্মসূচির মাধ্যমে আদিবাসী জনগণকে সচেতন করাই তাদের মূল লক্ষ্য।