
রবিবার বিকেলে বিশালগড় ব্রিজ এলাকায় ঘটল এক মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে চার মাসের শিশুকে কোলে নিয়ে নদীতে ঝাঁপ দেন এক গৃহবধূ। তবে স্থানীয় পথচারীদের তৎপরতায় রক্ষা পেল দুই প্রাণ।নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, দু’জনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল।জানা গেছে, আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূর নাম তানজিনা আক্তার। তিনি বক্সনগর আশাবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, স্বামী সবুজ মিয়া দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। শুধু তাই নয়, সবুজ মিয়ার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগও রয়েছে। তানজিনার দাবি, সবুজ তাঁকে আগের স্বামীর ঘর থেকে নিয়ে এসে ৮ ভরি সোনার গহনা হাতিয়ে নেয় এবং এরপর থেকেই চলতে থাকে নানাবিধ নির্যাতন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত সবুজ মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সবুজ মিয়া পুলিশ হেফাজতে রয়েছে এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশালগড় থানা।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন ফেলেছে। মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বিশেষজ্ঞরা মনে করছেন, এমন ঘটনায় সমাজের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কোনও নারীকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।