
ত্রিপুরার বিলোনিয়ার স্কুলছাত্রী তৃষা মজুমদারের অকাল মৃত্যুকে ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার সরাসরি নির্দেশে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য গঠিত হয়েছে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি।তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন প্রাথমিক শিক্ষার যুগ্ম পরিচালক লিসা বর্ধন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শিক্ষা অফিসের ওএসডি সুদীপ সরকার।জানা গেছে, বিলোনিয়া রাজনগর ব্লকের বড়পাথড়ি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তৃষা সম্প্রতি স্কুলের এক শিক্ষিকার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ, একটি পরীক্ষার খাতায় নম্বর সংশোধন করতে অনুরোধ জানালে শিক্ষিকা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়ে তৃষা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে এবং পরে ২৭ জুলাই জিবিপি হাসপাতালে মারা যায়।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গঠিত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় শিক্ষাঙ্গন ও অভিভাবকমহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃষার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।