×

বিজেপি কর্মীর মৃত্যু, দোষীদের শাস্তির দাবি জানালেন প্রতিমা ভৌমিক

প্রতিমা ভৌমিক

বিজেপি কর্মীর মৃত্যু, দোষীদের শাস্তির দাবি জানালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক :২০ আগস্ট

১২ই আগস্ট ঘোষণা হয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবং ঐদিনই বিজেপি সোনামুড়া মন্ডলের কার্যকর্তা আশীষ পালের উপর প্রাণঘাতী আক্রমণ করেছিলো দুষ্কৃতীকারীরা। গতকাল রাজধানীর জিবি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আসিস পাল। রবিবার এক সাংবাদিক সম্মেলনে আশীষ পালের হত্যাকারীদের শাস্তির দাবি জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি এদিন তিনি পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ মামলা নিয়েও পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ দাবি করেন তিনি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার আহবান রাখে তিনি।

তবে এই ধরণের ঘটনা এই প্রথম নয়, এর আগেও ভোটের দিন বা ভোটের ফলাফল ঘোষণার পর এরকম প্রাণঘাতি হামলার শিকার হয়েছেন বহু মানুষ।

Post Comment