বিএসএনএল-এর পরিকাঠামো উন্নয়নে আগরতলায় টেলিকম এডভাইজরি কমিটির বৈঠক
ত্রিপুরায় বিএসএনএল-এর পরিকাঠামোগত উন্নয়ন এবং পরিষেবার মানোন্নয়ন নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলার কামানচৌমুহনীতে অবস্থিত বিএসএনএল-এর আঞ্চলিক কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরার সাংসদ ও টেলিকম এডভাইজরি কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার দেব।
এই বৈঠকে রাজ্যসভার সাংসদ এবং কমিটির সদস্য রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক প্রনব সরকার, দীপন্ত মজুমদারসহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সাংসদ বিপ্লব দেব জানান, “প্রতি তিন বা ছয় মাস অন্তর এই ধরনের বৈঠকের আয়োজন করা হয়, যেখানে পরিষেবার মান, প্রযুক্তিগত উন্নয়ন এবং জনসাধারণের অভিযোগ নিয়ে আলোচনা হয়। কিছু সমস্যা আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি, আর কিছু সমস্যাকে কেন্দ্রীয় সরকারের নজরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ভারতের টেলি যোগাযোগ ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হচ্ছে। একসময় যখন মোবাইল ফোন চিন থেকে আমদানি করতে হতো, আজ ভারত নিজেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ।
তিনি উদাহরণ স্বরূপ “এক দেশ, এক রেশন” ব্যবস্থার কথা উল্লেখ করে জানান, ডিজিটাল ব্যবস্থার উন্নতির ফলেই এই জাতীয় প্রকল্পগুলি সফল হচ্ছে। গ্রামীণ ভারতে দ্রুত গতিতে ফাইবার অপটিক সংযোগ এবং ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে, যা ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে সহায়ক।
বৈঠকটি সমন্বয়, পরিকল্পনা এবং প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Post Comment