বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ত্রিপুরাতে বিশেষ বৈঠক সীমান্ত রক্ষী বাহিনীর
িপুরার তিন দিকেই রয়েছে বাংলাদেশের বর্ডার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ত্রিপুরার রাজ্যের বাংলাদেশের সঙ্গে থাকা ইন্ডিয়ার বর্ডার এলাকাগুলির পরিস্থিতির খবর নিতে একদিনের সফরে ত্রিপুরা রাজ্যে এসেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহা নির্দেশক দলজিৎ সিং চৌধুরী ও অতিরিক্ত মহা নির্দেশ রবি গান্ধী।
আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টটিয়ারের আইজি প্যাটেল পীজুস পুরুষোত্তম দাস ।
বিমানবন্দর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহা নির্দেশক ও অতিরিক্ত মহানির্দেশ চলে আসেন আগরতলা শালবাগান স্থিত ত্রিপুরা বিএসএফ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে।
ত্রিপুরা বিএসএফের পক্ষ থেকে মহা নির্দেশক কে একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ত্রিপুরার ইন্দু বাংলা বর্ডারগুলির নিরাপত্তা নিয়ে এবং কিভাবে সীমান্ত সুরক্ষা বাহিনী ডিউটি করছেন তার উপর একটি ব্রিফিং দেওয়া হয়।সূত্রে জানা গেছে এই দিনের বৈঠকে সীমান্ত সুরক্ষা বাহিনীর মহা নির্দেশক বাংলাদেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতির উপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং যদি কোন অঘটন ঘটে তাহলে কিভাবে বিএসএফ জোয়ানরা ইন্দু বাংলা বর্ডারগুলিতে কাজ করবে এর উপর নির্দেশ দিয়ে গেছেন।
রাজ্যের বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে মিলিত বৈঠকে সীমান্ত সুরক্ষা বাহিনীর মহা নির্দেশক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া বাংলা বর্ডারগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
এদিন তিনি বিএসএফের অক্লান্ত প্রচেষ্টায় ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধের প্রশংসা করেন বিএসএফের মহা নির্দেশক ও অতিরিক্ত মহা নির্দেশক, এবং তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, ও অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক আইনশৃঙ্খলা অনুরাগ ধ্যান করে সঙ্গে বৈঠক করেন এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন বিএসএফের মহা নির্দেশক।
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নিরাপত্তা রক্ষীদের আরো শক্তিশালী হয়ে কাজ করতে হবে বলে তিনি বলেছেন।
ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বৈঠক শেষে বিএসএফের মহা নির্দেশক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
Post Comment