
ত্রিপুরার বক্সনগরে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হচ্ছে। আজ সিপিআইএমের দুই গুরুত্বপূর্ণ কর্মী—অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম এবং স্থানীয় যুব নেতা মোহম্মদ শাহীন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।দুই নেতার এই যোগদান কংগ্রেসের জন্য বড় প্রাপ্তি বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁরা কংগ্রেসের ‘জনমুখী নীতির’ প্রতি আকৃষ্ট হয়ে দলে আসার সিদ্ধান্ত নেন।প্রদেশ সভাপতির কথায়, “এই দুই নেতার অভিজ্ঞতা ও যুবশক্তি আমাদের দলে নতুন উদ্দীপনা আনবে। আমরা বক্সনগরে কংগ্রেসকে মানুষের ঘরের নাম করে তুলতে চাই।”কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আসন্ন দিনে এই দুই নতুন সদস্যকে কেন্দ্র করে বক্সনগরে তৃণমূল স্তরে কর্মসূচি গ্রহণ করা হবে, যার লক্ষ্য থাকবে জনসংযোগ এবং সংগঠনের সম্প্রসারণ।এই যোগদানকে কংগ্রেসের জন্য শুধু রাজনৈতিক লাভই নয়, বরং সামাজিক গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।