×

প্রধানমন্ত্রীর ১১ বছরের উন্নয়নের বার্তা পৌঁছল ঘরে ঘরে — শান্তিপাড়ায় নিজে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

প্রধানমন্ত্রীর ১১ বছরের উন্নয়নের বার্তা পৌঁছল ঘরে ঘরে — শান্তিপাড়ায় নিজে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১১ বছরের শাসনকালজুড়ে দেশের সর্বাঙ্গীন উন্নয়নের বার্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজে নেমে পড়লেন প্রচারে। তাঁর নিজের বিধানসভা কেন্দ্র শান্তিপাড়ায় ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে তুলে দিলেন একটি বিশেষ লিফলেট, যেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর গৃহীত নানা জনমুখী প্রকল্প এবং তাঁদের প্রভাব।

উন্নয়নের যাত্রাপথ তুলে ধরার উদ্দেশ্যে এই প্রচার অভিযান

মুখ্যমন্ত্রী জানান,

“এই প্রচার অভিযানের মূল লক্ষ্য, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া—যাতে তাঁরা প্রকৃত সুবিধা গ্রহণ করতে পারেন। আমরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে লিফলেট পৌঁছে দিচ্ছি এবং মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।”

লিফলেটে যে সব প্রকল্পের উল্লেখ রয়েছে:

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা — গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা।
  • স্বচ্ছ ভারত মিশন — পরিচ্ছন্নতার লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক উদ্যোগ।
  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা — গ্যাস সংযোগের মাধ্যমে রান্নার নিরাপদ ও স্বাস্থ্যকর পদ্ধতি নিশ্চিত করা।
  • আয়ুষ্মান ভারত – জন আরোগ্য যোজনা — বিনামূল্যে চিকিৎসা সুবিধা।
  • স্টার্টআপ ইন্ডিয়া ও মেক ইন ইন্ডিয়া — আত্মনির্ভরতা ও উদ্ভাবনের সহায়তা।
  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি — কৃষকদের আর্থিক সহায়তা।
  • জন ধন যোজনা — আর্থিক অন্তর্ভুক্তিকরণ।
  • ডিজিটাল ইন্ডিয়া মিশন — প্রযুক্তির মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন।

২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর থেকেই দেশজুড়ে চালু হয়েছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য ছিল — দেশের প্রতিটি স্তরের মানুষকে সঙ্গে নিয়ে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে চলা।

শান্তিপাড়ার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

প্রচারে নেমে মুখ্যমন্ত্রী যখন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তখন তাঁদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও কৃতজ্ঞতা। অনেকেই জানান, এই প্রকল্পগুলির ফলে তাঁদের জীবনযাত্রার মান বেড়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়,

“জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই আরও গতিশীল হবে এই উন্নয়ন কর্মযজ্ঞ।”

রাজ্যের অন্যান্য এলাকাতেও চলবে এই প্রচার অভিযান

শুধু শান্তিপাড়া নয়, রাজ্যের অন্যান্য অংশেও এই লিফলেট বিতরণ কর্মসূচি চালানো হচ্ছে। প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে, দেশের উন্নয়নের বার্তা সবাই জানুক এবং তার সুবিধা গ্রহণ করুক।


এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে, তেমনই মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে আরও শক্তিশালী হচ্ছে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো।

Post Comment

You May Have Missed