
প্রতাপগড়ের গ্রীন এ্যারো ক্লাব এবার আরও কার্যকরভাবে জনসেবায় অংশ নিতে পারবে। সাংসদ রাজীব ভট্টাচার্য তাঁর সাংসদ উন্নয়ন তহবিল (MPLAD) থেকে ক্লাবটিকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করলেন। রবিবার এক সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানে ক্লাবের হাতে এই অ্যাম্বুলেন্সটি তুলে দেন তিনি।প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে কেনা এই অ্যাম্বুলেন্সটি ক্লাবের জরুরি পরিষেবা প্রদানে একটি বড় সম্পদ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপগড় পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “সরকারের মুখ্য উদ্দেশ্য হল সমাজের পরিবর্তন ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। গ্রীন এ্যারো ক্লাব বরাবরই প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সমস্যায় মানুষের পাশে থেকেছে। এমনকি সাম্প্রতিক বন্যাতেও তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।”তিনি আরও জানান, এই ক্লাব যেন ভবিষ্যতে আরও বেশি করে মানবিক কাজে যুক্ত হতে পারে, সেই লক্ষ্যেই এই সহযোগিতা। তিনি আশা প্রকাশ করেন, ক্লাবের সদস্যরা আগামীতেও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।