
নতুন তিন ফৌজদারি আইন বাস্তবায়নকে কেন্দ্র করে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রজ্ঞাভবনে আয়োজিত কর্মশালায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানিয়ে দিলেন, রাজ্যে আইন শৃঙ্খলা প্রশ্নে আপস নয়। তাঁর কড়া বার্তা— “অনেক সময় ‘তু তু ম্যায় ম্যায়’ কানে আসে, এসব আর বরদাস্ত করা হবে না।”২০২৪ সালের ১ জুলাই থেকে দেশে কার্যকর হয়েছে নতুন তিনটি ফৌজদারি আইন—ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন, ২০২৩। ঔপনিবেশিক ভারতীয় দণ্ডবিধির যুগের অবসান ঘটিয়ে শুরু হয়েছে ন্যায়ের নতুন অধ্যায়।রাজ্যে এই আইনগুলির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী বলেন, “এই আইন সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপযোগী। আমাদের লক্ষ্য আরও উন্নত আইনশৃঙ্খলা নিশ্চিত করা।”তিনি প্রশাসনিক আধিকারিকদের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, “নতুন আইন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”ড. সাহা এ-ও বলেন, আইন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। “শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে আমরা নতুন আইন কার্যকরভাবে বাস্তবায়নে প্রস্তুত।”কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক, আইন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন জেলার পুলিশ কর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।মুখ্যমন্ত্রীর আশাবাদ—প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব এই আইনগুলি রাজ্যে আইনের শাসনকে আরও দৃঢ় করবে।