×

প্রবল বৃষ্টিতে কালাছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ী

প্রবল বৃষ্টিতে কালাছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ী

প্রবল বৃষ্টিতে কালাছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ী

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক :২১ আগষ্ট

দুইদিনের প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার কালাছড়া পদ্মডেপা এলাকায় জলমগ্নহয়েপরে। এতেকরে এলাকার প্রায় ৭ পরিবারের মাটির ঘর জলের প্রভাবে ডেমেজ হয়েপরে। কয়েকজনের মাটির ওয়াল ভেঙ্গে ঘয় সম্পূর্ন ভেঙ্গেযায়। এছারা লোকজনের ঘরে জলপ্রবেশকরে ঘরের বিভিন্ন সামগ্রী নষ্টহয়েপরে। জলের প্রভাবে লোকজনের গৃহপালিত পশু পাখি মারাযায়। এতেকরে লোকজনেরা ব্যাপক ক্ষতির সন্মুখিনহয়। লোকজনদের কষ্টদেখে এলাকার স্থানীয় নেতৃত্বরা এগিয়েআসে। সকলের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ লোকজনদের উদ্ধারকরে কালাছড়া স্কুলে রিলিফ ক্যাম্পে নিয়ে আসাহয়। কালাছড়া এলাকার এইধরনের অবস্থার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিতহয় বোকাফা ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক মনোজ পাল। তিনি রিলিফ ক্যাম্প সহ সব কয়টি বাড়ীঘর পরিদর্শনকরেন। এইধরনের প্রাকৃতিক দুর্যোগের অবস্থার কথা জানাতেগিয়ে বিডিও মনোজ পাল জানান সকালথেকে বিভিন্ন জায়গায় লোকজনদের উদ্ধারের জন্য তিনি ছুটেযান । তিনি জানান কালাছড়া এলাকায় ক্ষতির পরিমান অনেকটা বেশি। বিডিও মনোজ পাল জানান সকলকে দ্রুততার সহিত সরকারি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হবে। আজকের দিনে এলাকার স্থানীয় নেতৃত্ব রবিন্দ্র, প্রবীন ও বিডিও মনোজ পালকে কাছেপেয়ে কিছুটা স্বস্তি বোধকরছে স্থানীয়রা। তবে এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে আরো বিভিন্ন জিনিসপত্র

Post Comment