
আকাশে রোদের খেলা, গরমে হাঁসফাঁস অবস্থা—তবু আবহাওয়া কিন্তু মোটেও স্থিতিশীল নয়। বঙ্গোপসাগরের বুকে ফের একবার সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রভাব পড়বে উত্তর পূর্বাঞ্চলে ও। এর প্রভাবে রাজ্যে শুরু হতে চলেছে নতুন করে বর্ষার দাপট।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম ও নদিয়া—এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমুদ্র থাকবে অতি উত্তাল, তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সব মিলিয়ে, রাজ্যের অধিকাংশ অংশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে আগামী কয়েক দিন জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। হাওয়া অফিসের সতর্কবার্তা মেনে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে প্রশাসন ও সাধারণ মানুষকে।