×

নতুন প্রজন্ম জানবে ইতিহাস!” — প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে মক পার্লামেন্ট

নতুন প্রজন্ম জানবে ইতিহাস!” — প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে মক পার্লামেন্ট

তরুণদের ইতিহাস সচেতন করে তোলার এক অভিনব প্রয়াসে প্রদেশ মহিলা মোর্চা আয়োজন করতে চলেছে একটি মক পার্লামেন্ট। রোববার, আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে বসবে এই বিশেষ আয়োজনের আসর।

“গণতন্ত্রকে বোঝাতে গেলে ইতিহাস জানতেই হবে। বিশেষ করে ১৯৭৫ সালের জরুরি অবস্থার মতো অধ্যায়,” — বললেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, শনিবারের সাংবাদিক সম্মেলনে।তাঁর সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদিকা সোমা দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তাঁদের মতে, আজকের প্রজন্ম অনেকেই জানে না ভারতের গণতন্ত্রের ইতিহাসে এমন এক ভয়াবহ সময় এসেছিল, যখন মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে শুরু হওয়া সেই জরুরি অবস্থা চলে টানা ২১ মাস। সংবাদমাধ্যমে সেন্সরশিপ, বিরোধী নেতাদের গ্রেপ্তার এবং নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ — সব মিলিয়ে এক ‘কালো অধ্যায়’।তাই এই মক পার্লামেন্টে তরুণ প্রতিনিধিরা একদম সংসদের মতো পরিবেশে রাজনৈতিক ও সাংবিধানিক ইস্যুতে আলোচনা করবেন। এতে তাদের শেখা হবে গণতন্ত্রের প্রক্রিয়া বাস্তবে কীভাবে কাজ করে।

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই উদ্যোগ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। ইতিহাসপ্রেমীরা বলছেন — এমন চিন্তা শিক্ষামূলক এবং সময়োপযোগী।৫০ বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর তাৎপর্য যদি নতুন প্রজন্ম না জানে, তাহলে ভবিষ্যতের গণতন্ত্র কতটা সচেতন হবে।

Post Comment

You May Have Missed