
ত্রিপুরার পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
আগরতলায় ফিরে এসেই রাজ্যের উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আজ বীর বিক্রম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দিল্লিতে কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি নিয়ে ফলপ্রসূ বৈঠক হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বর্ষাকালে ত্রিপুরার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে — এই চিরাচরিত সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এসেছেন সাংসদ দেব। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি-র সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠকে সর্বঋতু উপযোগী রাস্তা নির্মাণের দাবি জোরালোভাবে তোলা হয়।
শুধু তাই নয়, গোমতী ও মুহুরী নদীর উপর আরসিসি ব্রিজ নির্মাণ এবং আগরতলা-সাব্রুম অ্যাপ্রোচ রোড প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করার প্রয়োজনীয়তার কথাও তিনি জানিয়েছেন। আগামী নভেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যে গুণগত মান বজায় রেখে নির্মাণ তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
এছাড়া আবাসন ও বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে ‘লাইট হাউজ প্রজেক্ট’-এর অগ্রগতি নিয়েই কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে বৈঠকে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি তোলেন দেব।
ত্রিপুরার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দিল্লির এই প্রচেষ্টা যে রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক — তা স্পষ্টভাবে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।