দিবালোকে কংগ্রেস বিধায়কের উঠোন সভায় হামলা, টাউন প্রতাপগড়ে চরম উত্তেজনা
রাজ্যের বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল রায়-এর আয়োজিত উঠোন সভায় আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী, যার জেরে উত্তাল হয়ে ওঠে টাউন প্রতাপগড়। শনিবার দুপুরে ১ নম্বর রোডে ঘটে যাওয়া এই ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা।প্রত্যক্ষদর্শীদের দাবি, সভা চলাকালীন কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ চিৎকার করতে করতে ভেতরে ঢুকে পড়ে এবং সভায় উপস্থিতদের উপর চড়াও হয়। অনেকেই নিরাপত্তার খোঁজে এলাকা ছেড়ে পালিয়ে যান।সবচেয়ে বড় স্বস্তির খবর, বিধায়ক গোপাল রায় এই হামলায় অক্ষত রয়েছেন। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিধায়ক। তিনি বলেন, “গণতন্ত্রকে ভয় দেখানোর চেষ্টা চলছে। তবে আমরা পিছু হটব না।”ঘটনার পরপরই পুলিশ ও অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হামলাকারীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ।কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলীয় নেতৃত্ব বলেছে, “গণতান্ত্রিক পরিসরে এমন হামলা মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।”এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত জোরকদমে চলছে। স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থার জোরদারিকরণের দাবি জানিয়েছেন।
Post Comment