
দক্ষিণ ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের অপেক্ষা আংশিকভাবে পূরণ হতে চলেছে। উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষামূলকভাবে শিয়ালদহ–সাব্রুম–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন থেকে জোলাইবাড়ি ও বিলোনিয়া স্টেশনেও থামবে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই দুই এলাকার যাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
২০২৪ সালের জুনে সাব্রুম–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হওয়ার সময় থেকেই বিলোনিয়ায় স্টপেজের দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা ও বিভিন্ন রাজনৈতিক দল। অবশেষে সেই দাবি মেনে নেওয়া হল, সাথে যুক্ত হল জোলাইবাড়ি স্টেশনও। তবে নতুন তালিকায় স্থান না পাওয়ায় মনুবাজারবাসীর মধ্যে ক্ষোভ রয়ে গেছে।
মনুবাজার দক্ষিণ ত্রিপুরার অন্যতম ব্যস্ততম রেলস্টেশন, যেখানে যাত্রীর চাপ জোলাইবাড়ির তুলনায় বহুগুণ বেশি। সাব্রুম, মনুবাজার ও বিলোনিয়া—এই তিনটি স্টেশন দীর্ঘদিন ধরেই দক্ষিণের প্রধান রেল সংযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়রা মনে করছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মনুবাজারে থামালে দক্ষিণ ত্রিপুরার প্রায় সব যাত্রী দুর্ভোগমুক্ত হবেন।
নতুন স্টপেজ ঘোষণায় কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “দক্ষিণ ত্রিপুরা ও পার্শ্ববর্তী মহকুমার মানুষের রেলযাত্রার সুবিধার্থে জোলাইবাড়ি ও বিলোনিয়া স্টেশনে প্রাথমিকভাবে পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্তের জন্য আমি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই দুটি স্টপেজে ছাত্রছাত্রী, প্রবীণ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।”
স্থানীয়দের আশা, পরবর্তী ধাপে মনুবাজারকেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রুটে যুক্ত করা হবে, যাতে দক্ষিণ ত্রিপুরার রেল সংযোগ আরও পূর্ণতা পায়।