
আশারামবাড়ির ঘটনার রেশ কাটতেই ফের রাজনৈতিক সহিংসতা, অভিযোগ তিপ্রা মথা কর্মীদের বিরুদ্ধেজম্পুইজলা, ত্রিপুরা | ৩১ জুলাই ২০২৫:ত্রিপুরার উত্তরাঞ্চলে ফের রাজনৈতিক উত্তেজনা। আশারামবাড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জম্পুইজলায় বিজেপির বাজার সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে টাকারজলা মন্ডলে আয়োজিত এক বাজারসভায় আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতিকারী, যার জেরে গুরুতর আহত হন একাধিক বিজেপি কর্মী। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভা চলাকালীন হামলার ঘটনায় সভাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।বিজেপির অভিযোগ তিপ্রা মথার দিকেঘটনার পর বিজেপি নেতা বিপিন দেববর্মা জানান,“আগামী ৯ আগস্ট আগরতলায় নির্ধারিত জনজাতি সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মন্ডলে প্রস্তুতি সভা হচ্ছে। সেই ধারাবাহিকতায় জম্পুইজলার এই সভার আয়োজন ছিল। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে।”তিনি নাম না করলেও ইঙ্গিত করেন যে, তিপ্রা মথা দলের কর্মীরাই এই হামলার পেছনে রয়েছে।“এডিসি এলাকায় বিজেপির যেকোনো কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে,” — বলেন দেববর্মা।পুনরাবৃত্তি রাজনৈতিক সহিংসতারপ্রসঙ্গত, এর মাত্র এক সপ্তাহ আগেই আশারামবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠান চলাকালীনও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সেই সময়ও বিজেপির তরফে তিপ্রা মথার নাম উঠে এসেছিল অভিযোগে।ফলে খুব কম সময়ের ব্যবধানে দুটি ঘটনার পুনরাবৃত্তি ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে প্রবল উত্তেজনার সৃষ্টি করেছে। জম্পুইজলা ও সংলগ্ন এলাকায় বর্তমানে চরম নিরাপত্তা জারি রয়েছে। জেলা প্রশাসনও সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে।