
ত্রিপুরা রাজ্যের জেলা সদর, মহকুমা সদর এবং সংযোগহীন জনবসতিগুলিকে জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত করতে রাজ্য সরকার ডাবল-লেন সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি, আগরতলা শহরে ভারতমালা প্রকল্পের অধীনে ৪৪৯ কিলোমিটার দীর্ঘ একটি রিং রোড তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।আজ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত “উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন” বিষয়ক জাতীয় সেমিনারের উদ্বোধনী ভাষণে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস (আইবিসি)-এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “গত সাত বছরে রাজ্যের পরিকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর ফলেই রাজ্যের আর্থ-সামাজিক চিত্র বদলাতে শুরু করেছে। পরিকাঠামো ছাড়া কোনও উন্নয়ন সম্ভব নয়। এটি শিল্প, পরিষেবা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক ক্ষমতায়নের মেরুদণ্ড।”তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের সামগ্রিক উন্নয়নে ‘অষ্টলক্ষ্মী’ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন, যেখানে রেল ও সড়ক পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ত্রিপুরার মতো রাজ্যে পরিকাঠামোগত এই অগ্রগতি আগামীদিনে রাজ্যকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।