
প্রজ্ঞা ভবনে আজ অনুষ্ঠিত হলো “সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ”—একটি গৌরবোজ্জ্বল অনুষ্ঠান যা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।এই অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল নীতি আয়োগের জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ সময়কালের “সম্পূর্ণতা অভিযান”-এর অন্তর্ভুক্ত সবকটি কী পারফরম্যান্স সূচকে (KPI) ১০০% সাফল্য অর্জনের উদ্যাপন। ত্রিপুরা এই কৃতিত্বের মাধ্যমে দেশের মধ্যে একটি অনন্য নজির স্থাপন করেছে।
এক জাগরণ মঞ্চঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, এবং রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা।মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “এই ঐতিহাসিক সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাঠ পর্যায় থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত, সবাই নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”সম্মাননা হিসেবে উত্তর ও ধলাই জেলার তৎকালীন জেলা শাসকদের স্বর্ণপদক ও প্রশংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্লক অফিসার (BDO), কৃষি সহায়ক মিত্র এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিদেরও পুরস্কৃত করা হয়।Aspirational Districts-এ বাস্তব রূপ পাচ্ছে উন্নয়নের স্বপ্নএই সাফল্যের মূলে রয়েছে রাজ্যের Aspirational District ধলাই ও তিনটি প্রাধান্যপ্রাপ্ত ব্লক—গঙ্গানগর, দাসদা ও দামছেরা। জনজাতি অধ্যুষিত এই এলাকাগুলিতে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, কৃষি ও সামাজিক কল্যাণের পরিষেবাগুলিতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
নবদিশা অভিযান ও আকাঙ্খা হাটঅনুষ্ঠানে মুখ্যমন্ত্রী “নবদিশা অভিযান”-এরও শুভ সূচনা করেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের ১৬টি পিছিয়ে থাকা ব্লকে ১০,০০০ পরিবারকে জীবিকায়ন সহায়তা প্রদান করা হবে। এছাড়াও, TRLM-এর সহায়তায় ৩২ কোটি টাকার বিনিয়োগে গঠিত হতে চলেছে ৮০টি Integrated Farming Cluster, যার মাধ্যমে গ্রামীণ মহিলাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।অনুষ্ঠানের শেষভাগে উদ্বোধন করা হয় “আকাঙ্খা হাট”—একটি সুসজ্জিত বিক্রয় কেন্দ্র যেখানে রাজ্যের মহিলা স্ব-সহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।
ত্রিপুরার এই আয়োজন ছিল কেবলমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল জনবান্ধব প্রশাসন, নীতিনির্ধারণে দৃঢ়তা, এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি এক আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। “সম্পূর্ণতা অভিযান”-এর এই সাফল্য ভবিষ্যতের পথে এক দৃঢ় ও আশাব্যঞ্জক পদক্ষেপ।