×

ত্রিপুরায় সহকারী অধ্যাপক নিয়োগে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক সুদীপ রায় বর্মণের

ত্রিপুরায় সহকারী অধ্যাপক নিয়োগে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক সুদীপ রায় বর্মণের

ত্রিপুরার সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহার কাছে চিঠি দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।চিঠিতে তিনি উল্লেখ করেন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (TPSC) মাধ্যমে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বর্তমানে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারিত রয়েছে। অথচ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের (UGC) নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের শিক্ষাগত পদের জন্য বয়সসীমার কোনো বাধ্যবাধকতা নেই।সুদীপ রায় বর্মণ জানান, ত্রিপুরার উচ্চশিক্ষা ক্ষেত্র গত কয়েক দশকে ধীরে ধীরে উন্নতি করেছে, তবে এখনও শিক্ষক সংকট, অবকাঠামোর ঘাটতি এবং পর্যাপ্ত নিয়োগের অভাবে সমস্যা রয়ে গেছে। অনেক দক্ষ ও যোগ্য প্রার্থী, যাঁরা নেট, স্লেট কিংবা পিএইচ.ডি উত্তীর্ণ, দীর্ঘদিন ধরে অতিথি প্রভাষক হিসেবে কাজ করলেও বয়সসীমার কারণে নিয়মিত পদে আবেদন করতে পারছেন না। ফলে এই মূল্যবান জনসম্পদ ব্যবহৃত হচ্ছে না।তিনি আরও উল্লেখ করেন, দেশের অন্যান্য রাজ্যে এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইউ.জি.সি-র নীতিমালার অনুসরণে বয়সসীমা নেই। তাই ত্রিপুরা সরকারের অধীন কলেজগুলোর ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা উচিত বলে তিনি মনে করেন।সুদীপবাবু মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, যাতে সরকার দ্রুত এই বিষয়টি বিবেচনা করে ইউ.জি.সি-র নির্দেশিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ব্যবস্থা নেয়। তিনি আশা প্রকাশ করেছেন, শিক্ষার মানোন্নয়ন ও যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ প্রদানের স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

Post Comment

You May Have Missed