×

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার শিকারকে সহায়তায় এগিয়ে এলে মিলবে ২৫ হাজার টাকা পুরস্কার

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার শিকারকে সহায়তায় এগিয়ে এলে মিলবে ২৫ হাজার টাকা পুরস্কার

ত্রিপুরা সরকারের এক অভিনব উদ্যোগে সড়ক দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সহায়তাকারী পাবেন নগদ ২৫,০০০ টাকা পুরস্কার এবং সরকারি স্বীকৃতিপত্র। এই ঘোষণা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, যিনি জানান, “গোল্ডেন আওয়ার”-এর গুরুত্ব উপলব্ধি করেই এই প্রকল্প চালু করা হয়েছে।মন্ত্রী বলেন, দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টার মধ্যে জরুরি চিকিৎসা সেবা পেলে অনেক প্রাণ রক্ষা সম্ভব। সেই সময়ে যদি কোনও নাগরিক আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন, তবে তিনি “রাহ-বীর” সম্মানে ভূষিত হবেন এবং পাবেন নগদ পুরস্কার।এই প্রকল্পের আওতায়:প্রত্যেক রাহ-বীর এক ঘণ্টার মধ্যে হাসপাতালে আহতকে পৌঁছে দিলে পাবেন ২৫,০০০ টাকা এবং একটি সরকারি স্বীকৃতি।যদি একাধিক ব্যক্তি সহায়তা করেন, তবে পুরস্কারের অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হবে।প্রতিবছর দেশব্যাপী বাছাইকৃত ১০ জন রাহ-বীরকে এক লক্ষ টাকা করে পুরস্কৃত করা হবে।একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত রাহ-বীর সম্মান ও পুরস্কার পেতে পারেন।মন্ত্রী আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল মানুষের মধ্যে সহানুভূতির মনোভাব গড়ে তোলা এবং আইনি জটিলতার ভয় দূর করা। কারণ অনেক সময় পথচারীরা পুলিশের ঝামেলা বা মামলার ভয়ে আহতদের সাহায্য করতে চান না।এই প্রকল্প বিশেষভাবে গুরুতর আঘাতপ্রাপ্তদের জন্য প্রযোজ্য, যেমন মাথা বা মেরুদণ্ডে চোট, বড় অস্ত্রোপচারের প্রয়োজন, তিন দিনের বেশি হাসপাতালে ভর্তি বা দুর্ঘটনায় মৃত্যু।ত্রিপুরা সরকার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে দ্রুত প্রতিক্রিয়া এবং মানবিক সহায়তার সংস্কৃতি গড়ে তুলতে চায়। মন্ত্রীর কথায়, “আপনার একটি ফোন কল অথবা সাহসী সিদ্ধান্ত কারো সম্পূর্ণ ভবিষ্যৎ বাঁচাতে পারে।

Previous post

দিবালোকে কংগ্রেস বিধায়কের উঠোন সভায় হামলা, টাউন প্রতাপগড়ে চরম উত্তেজনা

Next post

প্রধানমন্ত্রীর ১১ বছরের উন্নয়নের বার্তা পৌঁছল ঘরে ঘরে — শান্তিপাড়ায় নিজে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

Post Comment

You May Have Missed