
ত্রিপুরার বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে মুখ খুললেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে তিপ্রা মথা, বিজেপি এবং অন্যান্য দলের মধ্যে চলমান দলীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন তিনি।
“এটা নিজেদের মধ্যে লড়াইয়ের সময় নয়,” মন্তব্য করে প্রদ্যোত বলেন, “বাইরের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে—বিজেপি, তিপ্রা মথা, সিপিআই(এম), কংগ্রেস—ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।”
তিনি আরও বলেন, পারস্পরিক সংঘর্ষ কোন সমাধান এনে দিতে পারে না। বরং দলগুলোর মধ্যে যদি কোনও মতবিরোধ থাকে, তা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মেটানো উচিত।
প্রদ্যোত উদাহরণ টেনে বলেন, মেঘালয়ে বা কর্নাটকে বিরোধী দলগুলির মধ্যে এমন ধরনের সহিংস সংঘাত দেখা যায় না। কিন্তু ত্রিপুরায় এই ধরণের ‘ঘৃণার রাজনীতি’ অব্যাহত রয়েছে, যা রাজ্যের ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর।
সবশেষে, তিনি সমস্ত দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান, “পার্টির চেয়ে বড় হলো রাজ্য, জাতি ও মানবতা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এক ছাতার নিচে আসতে হবে ত্রিপুরার ভবিষ্যৎ রক্ষার জন্য।”