
ত্রিপুরায় ফের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের আকাশে ফের মেঘ জমেছে, এবং আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে, যেখানে অতিভারী বর্ষণ ও বজ্রপাতের আশঙ্কা প্রবল।রাজ্যের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও পরিস্থিতি তেমনই উদ্বেগজনক। পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা—প্রায় সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক স্থানে ভূমিধস, জলাবদ্ধতা ও ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, একটি নিম্নচাপ অঞ্চল বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, যা ৭.৬ কিমি পর্যন্ত উচ্চতায় বিস্তৃত। এটি আগামী দু’দিন ধরে ধীরে ধীরে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ত্রিপুরা জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।আজকের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি। মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে সকাল থেকেই আর্দ্রতা ও বৃষ্টির দাপট লক্ষ্য করা গেছে।এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উদাহরণ – – – উদয়পুরে ৮৭ মিমি, কাঁকড়াবনে ৮৩.২ মিমিসোনামুড়া মোহনবাগে ৬৪.৪ মিমিবিলোনিয়ায় ৮৫.৪ মিমিসাব্রুমে ৭০.৪ মিমিকদমতলায় ১৮.২ মিমিগন্ডাছড়ায় ৩৯.৬ মিমিআবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মানার অনুরোধ জানিয়েছেন।