ত্রিপুরার পর্যটন ও যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই লক্ষ্যেই আজ নয়াদিল্লিতে ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইওয়ে লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (এনএইচএলএমএল)-এর প্রধান কার্যকরী আধিকারিক রাজেশ মলিক।
বৈঠকে ত্রিপুরার তিনটি সম্ভাবনাময় রোপওয়ে প্রকল্প — মহারানী থেকে ছবিমুড়া, উদয়পুর রেলস্টেশন থেকে ত্রিপুরাসুন্দরী মন্দির, এবং ত্রিপুরাসুন্দরী মন্দির থেকে ছবিমুড়া — দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংসদ বিপ্লব কুমার দেব জানান, খুব শিগগিরই এনএইচএলএমএলের একটি বিশেষজ্ঞ দল ত্রিপুরা সফরে আসবেন। তারা প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তাও দেবেন।
তিনি আরও বলেন, “এই তিনটি রোপওয়ে প্রকল্প সম্পূর্ণ হলে ত্রিপুরার পর্যটন শিল্পে এক নতুন যুগের সূচনা হবে। স্থানীয়দের জন্যও তৈরি হবে বহু কর্মসংস্থানের সুযোগ।”
বিশেষজ্ঞ মহলের মতে, বহুদিন ধরে অপেক্ষায় থাকা এই রোপওয়ে প্রকল্পগুলো চালু হলে রাজ্যের অর্থনীতি ও পর্যটন—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।