
ত্রিপুরার একাধিক সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে ক্রমবর্ধমান অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজ্যের ছাত্র রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে এই ইস্যুতে। ছাত্র সংগঠন এসএফআই-এর দাবি, কলেজে ভর্তির নামে এক বৃহৎ কেলেঙ্কারি চলছে, যার সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠনের নেতারা সরাসরি যুক্ত।আজ রাজধানী আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন দেব বিস্ফোরক অভিযোগ করে বলেন, “ত্রিপুরার একাধিক কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ভয়াবহ আকার নিয়েছে। রাম ঠাকুর কলেজ, কমলপুর কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানে অভিযোগ জমা পড়েছে। এই দুর্নীতির মূলসূত্রে রয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব।”তিনি আরও জানান, রাম ঠাকুর কলেজে ভর্তি দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু এসএফআই-এর মতে, বিষয়টি এখানেই থেমে নেই — বরং গোটা শিক্ষাঙ্গনে এমন কেলেঙ্কারির বিস্তার ঘটেছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য সভাপতি প্রীতম শীল, সম্পাদকমন্ডলীর সদস্য কৌশিক পাঠারি, অলক দেব এবং ডঃ সৌখিন চক্রবর্তী। তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক দুর্নীতিমুক্ত রাখার দাবিতে তারা ছাত্রসমাজকে সংগঠিত করছে।এসএফআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।