×

ত্রিপুরায় জোটে ফাটল! তিপরা মথার সমর্থন প্রত্যাহারের হুমকিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা।

ত্রিপুরায় জোটে ফাটল! তিপরা মথার সমর্থন প্রত্যাহারের হুমকিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা।

নিশ্চিত সংকেত, নাকি নিছক রাজনৈতিক চাপের কৌশল — এখনই বলা মুশকিল। তবে তিপরা মথার হুশিয়ারিতে ত্রিপুরার রাজনীতিতে বইছে নতুন উত্তেজনার হাওয়া। জোটে থাকলেও, ক্ষোভে ফুটছে তিপরা মথা। ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন না হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের উপর আস্থা হারাচ্ছে তারা।আজ সাংবাদিক সম্মেলনে দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা সাফ জানিয়ে দিয়েছেন—চুক্তি মানা না হলে, ২০ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সরকার থেকে সমর্থন তুলে নেবে তিপরা মথা। এর আগেই তারা স্পষ্ট বার্তা দিচ্ছে: চাপ তৈরির কৌশল নয়, প্রয়োজনে জোট ভাঙতেও তারা প্রস্তুত।তিপরা মথার অভিযোগ, এক বছর পেরিয়ে গেলেও জনজাতি কল্যাণে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন হয়নি। ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ দলটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে একাধিকবার চিঠি দিলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ রঞ্জিত দেববর্মার।এছাড়াও, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও তিপরা মথার ক্ষোভ প্রকাশ পেয়েছে। শরিক দলের মতামত না নিয়েই সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন রঞ্জিত দেববর্মা। তিপরা মথার দুই বিধায়ককে পূর্ণ মন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে একজন পেয়েছেন ক্যাবিনেট, অপরজন প্রতিমন্ত্রিত্ব।দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণও এই সিদ্ধান্তে সম্মত বলে জানান রঞ্জিত। এমনকি, পূর্ব ত্রিপুরা আসনের সংসদ কৃতী সিং দেববর্মণও সমর্থন প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি তার।সবমিলিয়ে, তিপরা মথার এই ঘোষণার পর ত্রিপুরার রাজনৈতিক মহলে ফের তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। জোট থাকবে, না ভাঙবে—তা ঠিক হবে ২০ জুলাইয়ের দিল্লি বৈঠকের পরি।

Post Comment

You May Have Missed