
ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থার একাধিক সমস্যার বিরুদ্ধে সরব হয়ে পথে নামল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে শেষমেশ তারা উপস্থিত হয় শিক্ষা ভবনের সামনে, যেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রশাসনের হস্তক্ষেপে।এসএফআই-এর পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়:১. সঠিক সময়ে সেমিস্টার পরীক্ষার আয়োজন২. একাডেমিক ক্যালেন্ডারের যথাযথ বাস্তবায়ন৩. শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাপ্রশাসনের তরফ থেকে মিছিল ঠেকাতে বাধা দেওয়া হলে প্রতিবাদকারীরা শিক্ষা ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে অংশ নেওয়া এক ছাত্রনেতা অভিযোগ করেন, “UGC-এর নিয়ম অনুযায়ী কমপক্ষে তিন মাস ক্লাস করাতে হয় সেমিস্টারের আগে। কিন্তু এখানে মাত্র ১০-১৫ দিনের মধ্যে পরীক্ষার ঘোষণা করে দেওয়া হচ্ছে, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।”তিনি আরও জানান, শিক্ষা দফতরের সঙ্গে বহুবার আলোচনার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়েই ছাত্রসমাজকে পথে নামতে হয়েছে।যদিও বিক্ষোভ শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আন্দোলনকারীদের হুঁশিয়ারি—দাবি না মানা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।