
রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে, তাই সকল ছাত্র-ছাত্রী ডিগ্রী স্তরে ভর্তির সুযোগ পাবেন—এমনটাই আশ্বাস দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, ভর্তির বিষয়ে চিন্তার কোনও কারণ নেই, এবং বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানান ছাত্র সমাজকে।সম্প্রতি রাজ্যের বিভিন্ন ডিগ্রী কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় প্রযুক্তিগত সমস্যার কারণে একাংশ ছাত্র-ছাত্রী আবেদন করতে ব্যর্থ হচ্ছেন। ফলে রাজ্যজুড়ে একধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব-সহ অন্যান্য নেতৃত্ব।সাক্ষাৎকারের পরে সুশান্ত দেব জানান, বহু ছাত্র-ছাত্রী দীর্ঘদিন ধরে ভর্তি নিয়ে সমস্যায় পড়েছেন। সেই সমস্যার দ্রুত সমাধান চেয়ে তারা মন্ত্রীর কাছে আবেদন করেছেন। আলোচনায় ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে প্রশাসনিক স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস মিলেছে।এ প্রসঙ্গে মন্ত্রী কিশোর বর্মন বলেন, “ডিগ্রী কলেজগুলিতে ভর্তি নিয়ে কৃত্রিম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে।” তিনি জানান, রাজ্যের প্রতিটি কলেজে পর্যাপ্ত আসন রয়েছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী শুধুমাত্র রামঠাকুর কলেজে ভর্তি হতে আগ্রহী হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। “সবাইকে একটি কলেজে ভর্তি করানো সম্ভব নয়। অন্যান্য কলেজেও সমান মানের শিক্ষা দেওয়া হয়,” বলেন মন্ত্রী।মন্ত্রী আরও জানান, পোর্টালের সমস্যার জন্য যদি কেউ আবেদন করতে না পারেন, তবে পোর্টাল পুনরায় চালু করা হবে। কাউকে ভর্তি থেকে বঞ্চিত করা হবে না। সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে।রাজনীতির ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করার বিরোধীদের অতীত প্রসঙ্গে কটাক্ষ করে মন্ত্রী বলেন, “আগে রাজনীতির রঙ দেখে ভর্তি হতো, আমি নিজেও একসময় সেই বৈষম্যের শিকার ছিলাম। তবে বর্তমান সরকার মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেয়।”শেষে তিনি স্পষ্ট বার্তা দেন, “একজন ছাত্রছাত্রীকেও বাদ রাখা হবে না। বিভ্রান্তিতে কান দেবেন না।