
নয়াদিল্লি, বুধবার –
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর, কড়া সুরে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MEA) পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই শুল্ক বৃদ্ধি “অন্যায্য, অযৌক্তিক এবং পক্ষপাতদুষ্ট”। ভারতের দাবি, এই সিদ্ধান্ত শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং তা বৃহত্তর বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করতে পারে।
ভারত সরকারের মতে, তাদের আমদানি নীতি দেশীয় বাজারের বাস্তবতা এবং দেশের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনের ভিত্তিতে গঠিত।
“আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান যুক্তিসম্মতভাবে ব্যাখ্যা করেছি,” – জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। “এই পটভূমিতে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন।”
ভারত আরও জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করতে পারে, যদিও দুই দেশই পারস্পরিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে অতীতে আগ্রহ দেখিয়েছে।