রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল জিবি হাসপাতালে ফের উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। সোমবার দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে প্রবেশ করেন হাসপাতালের প্রসূতি বিভাগের ডেলিভারি রুমের সামনে, মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক।চোখের দেখা সাক্ষীদের দাবি, ওই ব্যক্তি আচমকা প্রসূতি বিভাগের দিকে এগিয়ে যান এবং এক মহিলা বেসরকারি নিরাপত্তাকর্মীর উপর হামলার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে অন্যান্য নিরাপত্তাকর্মীরা তৎপর হয়ে পড়েন এবং দ্রুততার সঙ্গে ওই ব্যক্তিকে আটকান। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ধারালো ছুরি।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। রোগী, তাঁদের আত্মীয়স্বজন এবং চিকিৎসাকর্মীদের মধ্যেও দেখা গেছে প্রবল উৎকণ্ঠা।এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরেই জিবি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা জনবল ও প্রযুক্তিগত নজরদারির অভাব নিয়ে অভিযোগ ছিল। কিন্তু এই ঘটনার পর তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে। পুলিশও অভিযুক্তের মানসিক অবস্থা ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।তবে সোমবারের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল—একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।