বৃহস্পতিবার ব্যক্তি স্বাধীনতার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় পুলিশ বা তদন্তকারী সংস্থাকে লিখিতভাবে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। এবং তা অভিযুক্ত যে ভাষা বোঝেন, সেই ভাষাতেই জানাতে হবে।
দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেন।
বেঞ্চ জানায়, ভারতের সংবিধানের ২২(১) ধারার অধীনে গ্রেপ্তারের কারণ জানা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার শুধু নির্দিষ্ট অপরাধ নয়, বরং ভারতীয় ন্যায় সংহিতায় বর্ণিত সব ধরনের অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য।
আদালত স্পষ্ট করেছে, যদি কোনও কারণে গ্রেপ্তারের পরপরই লিখিতভাবে কারণ জানানো সম্ভব না হয়, তবে অন্তত মৌখিকভাবে তা অভিযুক্তকে জানাতে হবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যদি এই প্রক্রিয়া মানা না হয়, তবে সেই গ্রেপ্তারি অবৈধ বলে গণ্য হবে।
অভিযুক্ত ব্যক্তিও পরবর্তীকালে মুক্তির আবেদন করতে পারবেন।এই রায়টি এসেছে মহির রাজে শাহ বনাম মহারাষ্ট্র রাজ্য মামলার শুনানির সময়। মামলাটি ২০২৪ সালে মুম্বইয়ের ওয়ারলিতে ঘটে যাওয়া একটি বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনার সঙ্গে যুক্ত ছিল।
নির্দেশকে আদালতের পক্ষ থেকে নাগরিক স্বাধীনতা ও মানবাধিকারের সুরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালতের এই রায় ভবিষ্যতে গ্রেপ্তার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন।