খোয়াইয়ে রাস্তার টেন্ডার নিয়ে চাঞ্চল্য: টেন্ডারপ্রাপককে হুমকি, থানায় অভিযোগ
খোয়াইয়ে সম্প্রতি রাস্তা নির্মাণের একাধিক প্রকল্পের টেন্ডার প্রকাশের পর, একটি নির্দিষ্ট কাজ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, টেন্ডারপ্রাপ্ত এক ঠিকাদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।জানা গেছে, খোয়াই পূর্ত দপ্তরের আওতায় খোয়াই টিকে রোড থেকে সোনাতলা আইটিআই কলেজ পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের বরাত পান কঙ্কন ভৌমিক নামক এক ব্যক্তি। কিন্তু শনিবার রাতে স্থানীয় দুই ব্যক্তি—খোকন রায় ও মনোজিৎ দাস, তাঁদের অনুগামীদের নিয়ে কঙ্কনের বাড়িতে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন।সেসময় কঙ্কন বাড়িতে না থাকলেও, তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কঙ্কনের নামে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর কাছ থেকে কাজ চালিয়ে যেতে হলে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।ঘটনার পরদিন, রবিবার দুপুরে কঙ্কন ভৌমিক খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খোয়াই থানার ওসি সুবীর মালাকারের উপস্থিতিতে অভিযোগ গ্রহণ করা হয়। বর্তমানে কঙ্কন নিজেকে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়া হোক।”ঘটনাটি প্রকাশ্যে আসতেই খোয়াইয়ের রাজনৈতিক ও সাধারণ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Post Comment