পশ্চিম ত্রিপুরার খয়েরপুর বিধানসভার অন্তর্গত চম্পামুড়া এলাকার বাসিন্দা অনিতা পাল দাস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আর্থিক অসুবিধার কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পরিবারের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থায় তাঁরা পশ্চিম ত্রিপুরার সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে সাহায্যের আবেদন জানান।
রোগীর আবেদন পাওয়ার পর সাংসদ বিপ্লব কুমার দেব দ্রুত পদক্ষেপ নেন এবং অনিতা পাল দাসের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল (Prime Minister’s Relief Fund) থেকে আর্থিক সহায়তার সুপারিশ করেন। সাংসদের উদ্যোগে আবেদনটি প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছায় ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। খুব অল্প সময়ের মধ্যেই সেই আবেদন অনুমোদিত হয়।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা চিঠিতে জানানো হয়েছে, অনিতা পাল দাসের ক্যান্সার চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার অনুদান অনুমোদিত হয়েছে। উক্ত অর্থ সরাসরি গুয়াহাটির ডঃ বি. বোরুয়া ক্যান্সার ইনস্টিটিউটের অ্যাকাউন্টে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে পাঠানো হয়েছে। হাসপাতালের মাধ্যমে ওই অর্থ চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
এই আর্থিক সহায়তা পেয়ে অনিতা পাল দাস ও তাঁর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাংসদ বিপ্লব কুমার দেবের প্রতি। তাঁরা জানিয়েছেন, এই অনুদান তাঁদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে এবং চিকিৎসা চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।
সাংসদ বিপ্লব কুমার দেব এক বিবৃতিতে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাঁর নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন দ্রুত সরকারি সহায়তা পাচ্ছেন। অনিতা দেবীর চিকিৎসার জন্য অর্থ মঞ্জুর হওয়া তারই প্রমাণ।”
তিনি আরও জানান, পশ্চিম ত্রিপুরার বহু আর্থিকভাবে দুর্বল মানুষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সহায়তা পেয়েছেন এবং ভবিষ্যতেও যে কেউ প্রয়োজন হলে সাংসদ হিসেবে তিনি সেই সহায়তা পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত।
এই ঘটনা আবারও প্রমাণ করল, সরকারী ও জন প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সাধারণ মানুষ তাঁদের কঠিন সময়েও আশার আলো দেখতে পাচ্ছেন। অনিতা পাল দাসের চিকিৎসা সফল হোক—এই শুভকামনাই জানিয়েছেন স্থানীয় মানুষজন।