×

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশাসনিক উদ্যোগে রাজ্য সরকার, শিক্ষা ক্ষেত্রেও নতুন দিগন্তত্রিপুরা রাজ্যে

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশাসনিক উদ্যোগে রাজ্য সরকার, শিক্ষা ক্ষেত্রেও নতুন দিগন্তত্রিপুরা রাজ্যে

বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের সার্বিক উন্নয়নে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং পরিকাঠামোর উপর জোর দেওয়া হচ্ছে।আগরতলার ওমেন্স কলেজকে ‘ওমেন্স ইউনিভার্সিটি’ হিসেবে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে ৩০টি স্কুলে পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২৬৪ কোটি টাকা।৭ নম্বর রামনগর মন্ডলের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, “আমাদের লক্ষ্য, শিক্ষাক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা। রাজ্যের ছাত্রছাত্রীরা যথেষ্ট মেধাবী। আমরা তাদের সর্বোচ্চ সুযোগ দেওয়ার জন্য বদ্ধপরিকর।”তিনি জানান, রাজ্যে এনসিইআরটি পাঠক্রম চালু হয়েছে, অনেক স্কুলকে ইংলিশ মিডিয়ামে রূপান্তর করা হয়েছে। ‘সুপার ৩০’ প্রকল্পের আওতায় বহু শিক্ষার্থী আইআইটি, এনআইটি ও এমবিবিএস কোর্সে সুযোগ পেয়েছে।রাজ্যের বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম, থিঙ্কারিং ল্যাব, এনসিটি ল্যাব চালু করা হয়েছে। ৪৪টি স্কুলে নতুন ভবন নির্মাণে ১৫৩ কোটি টাকা খরচ হয়েছে। এবছর মাধ্যমিকে ৩৪৫টি স্কুলে ১০০% পাশের হার, উচ্চমাধ্যমিকে ৩৯টি স্কুলে একই সাফল্য এসেছে।ছাত্রীদের জন্য বাইসাইকেল বিতরণ, কলেজ ফি মকুব সহ একাধিক সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার।ডাঃ সাহা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি অনুসরণ করেই আমরা কাজ করছি। ‘পরীক্ষা পে চর্চা’ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Post Comment

You May Have Missed