
আগরতলা, ৬ আগস্ট
ত্রিপুরার গুরুত্বপূর্ণ বিকল্প পথ কমলপুর থেকে খোয়াই পর্যন্ত জাতীয় সড়কের (প্রায় ১২ কিমি) দুরবস্থার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়িকে গত ১০ই মে একটি চিঠির মাধ্যমে অবগত করেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি গত ২২শে জুলাই মুখ্যমন্ত্রীকে একটি লিখিত জবাব প্রদান করেন।চিঠিতে জানানো হয়, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই)-এর একটি বিশেষজ্ঞ দল ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছে। সেই পরিদর্শনের ভিত্তিতে একটি বিশদ প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে, যা আগামী ১৫ই আগস্টের মধ্যে মন্ত্রকে জমা দেওয়া হবে।এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণা কুমার আগামী ১০ই আগস্ট রাজ্যে আসছেন। তিনি ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের নির্মাণ ও সংস্কার কাজ পর্যালোচনা করবেন বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী বারবার এই সড়কটির জরুরি সংস্কারের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একাধিকবার ফোনে কথাও বলেছেন। একই সঙ্গে, রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে-কে কেন্দ্রীয় স্তরের সঙ্গে সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।জনগণের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই রাজ্য প্রশাসন এখন সক্রিয় হয়েছে — আশা করা যায়, আগামী দিনে এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন দ্রুত সম্পন্ন হবে।