এক পেড় মাকে নাম’ কর্মসূচিতে বৃক্ষরোপণ – পরিবেশ সংরক্ষণে উদ্যোগ ত্রিপুরা কনজিউমারস ফেডারেশনের
এক পেড় মাকে নাম’ কর্মসূচির অংশ হিসেবে আজ আগরতলার দুর্জয়নগর এলপিজি গ্যাস গোডাউনের সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়।গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন মন্ত্রী।সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বৃক্ষরোপণের সামাজিক ও পরিবেশগত গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি বলেন,“প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বহু গাছ রোপণ করা হলেও, দীর্ঘমেয়াদে সেগুলোর টিকে থাকার হার খুবই কম। কারণ, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়—পরবর্তীকালে তার যত্ন নেওয়াটাই আসল চ্যালেঞ্জ।”মন্ত্রী জানান, যদি প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা করা হয়, তাহলে কিছু বছরের মধ্যে আমাদের চারপাশে একটি সবুজ, পরিবেশবান্ধব পরিমণ্ডল গড়ে উঠবে। তিনি বিশেষভাবে আহ্বান জানান, শুধু প্রতীকী বৃক্ষরোপণ নয়, গাছ বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে প্রতিটি মানুষকে আরও দায়িত্বশীল হতে হবে।অনুষ্ঠানটি এলাকার সাধারণ মানুষ এবং পরিবেশপ্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি করেছে। সমাজের প্রতিটি স্তরে এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Post Comment