
উপজাতিদের একটি অংশকে ‘প্রকৃতি অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করে তীব্র প্রতিক্রিয়া জানাল ‘আমরা বাঙালী’ দল। এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল জানান, “বিভিন্ন উপজাতি সংগঠন পরিকল্পিতভাবে বাঙালিদের অস্তিত্ব বিপন্ন করছে। আমরা এ ব্যাপারে নীরব থাকবো না।”তিনি তিপরা মথা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিপরা মথা রাজনৈতিকভাবে বাঙালিদের কোণঠাসা করতে চাইছে। রাজ্যের ঐক্য ও শান্তির পক্ষে এটি অত্যন্ত বিপজ্জনক। আমরা বাঙালীদের স্বার্থে লড়াই চালিয়ে যাব।”গৌরাঙ্গ রুদ্র পাল আরও জানান, আগামী দিনে বাঙালিদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আন্দোলন আরও তীব্রতর হতে পারে। “আমরা প্রয়োজনে আন্দোলনের চরম সীমা অতিক্রম করতেও প্রস্তুত,” বলেও হুঁশিয়ারি দেন তিনি।