
ইতালির ব্রেসিয়ায় এক ভয়ানক দুর্ঘটনায় নেমে এল মৃত্যুর ছায়া। একটি ছোট আকারের বিমান আচমকাই হাইওয়ের উপর ভেঙে পড়ে। মুহূর্তেই বিস্ফোরণ ঘটে, আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় পুরো বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা দুই যাত্রীর।বিস্ফোরণের সেই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। ফুটেজে দেখা গেছে, আকাশ থেকে দ্রুতগতিতে নেমে আসে বিমানটি, এবং রাস্তার উপর পড়ামাত্রই ঘটে প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের আওয়াজে এলাকা কেঁপে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।প্রত্যক্ষদর্শীদের দাবি, উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সম্ভবত, সেই কারণেই পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি।বিস্ফোরণের জেরে হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আতঙ্কে ছুটতে শুরু করেন সাধারণ মানুষ। উদ্ধারকাজে দ্রুত নামেন দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা, কিন্তু তার আগেই সব শেষ।ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির জাতীয় ফ্লাইট সুরক্ষা দপ্তর। একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ব্রেসিয়ায় রওনা দিয়েছে। বিমানটির রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি দিক খতিয়ে দেখা হচ্ছে।এছাড়াও, ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটরের দফতর দুর্ঘটনার নেপথ্যে কোনো গাফিলতি ছিল কি না, তা জানতে হত্যাকাণ্ডের দৃষ্টিকোণ থেকেও তদন্ত শুরু করেছে। ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে।এই দুর্ঘটনা ইতালির আকাশপথ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর এক বড় প্রশ্ন তুলে দিল।