আর জি কর ঘটনা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সিবিআই
নিজস্ব প্রতিনিধি :কলকাতা :প্রিয়াকা বনিক :২১ আগস্ট
আর জি কর ঘটনা নিয়ে সিবিআই এর নয়া পদক্ষেপ। নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে। এরপর সেই দুই বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর।প্রসঙ্গত, আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। তারপর থেকেই গোটা ঘটনার রহস্যভেদ করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় এজেন্সী। শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে মাঝরাস্তা থেকে পাকড়াও করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এরপর রাত দেড়টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তিনি। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার সিবিআই এর টানা জেরার মুখে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারবার তলব করা হচ্ছে তাকে। টানা চারদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রে জানা গিয়েছিল, সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। আর সেই কারণেই এবার পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে পেতে চাইছে সিবিআই। তবে সেসব কিছুই এখনও মেলেনি। সেই কারণেই পলিগ্রাফ টেস্টের ভাবনা।
সিবিআই সূত্রে খবর, এই নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, তার সঙ্গে সন্দীপ ঘোষের বয়ানের পার্থক্য রয়েছে। এরপর গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার পথে হাঁটতে চলেছে সিবিআই।
রবিবারও সন্দীপ ঘোষকে টানা জেরা করে সিবিআই। সূত্রের খবর, জেরাতে সন্দীপের বয়ানে অসঙ্গতি পেয়েছেন গোয়েন্দারা। আজ সোমবারও তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ।
Post Comment