আগরতলা টাউন হলের নাম পরিবর্তন নিয়ে বিতর্ক: মেয়রের প্রতিক্রিয়া
আগরতলা টাউন হলের নাম পরিবর্তন সংক্রান্ত বিতর্কের মধ্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন আগরতলার মেয়র দীপক মজুমদার। তাঁর মতে, এই পরিবর্তনে বিরোধিতা করার তেমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কারণ দেশের বিভিন্ন প্রান্তে ইতিপূর্বেও মহান ব্যক্তিত্বদের নাম অনুসারে বিভিন্ন হল বা স্থাপনার নামকরণ করা হয়েছে।মেয়র বলেন, “বামফ্রন্ট সরকারের আমলেও দলের শীর্ষ নেতাদের নামে একাধিক হলের নামকরণ হয়েছে। তখন তো এমন কোনো প্রতিবাদ দেখা যায়নি। এখন শাসক দল সেই একই ধারা অনুসরণ করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন জাতীয় ব্যক্তিত্বের নামে হলের নাম রাখতে চাইলে, তা নিয়ে বিরোধিতা করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য ও দেশে বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়েছে। “যাঁরা সমাজ ও রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের যথাযথ মর্যাদা দিয়েছে বর্তমান সরকার,” মন্তব্য করেন মজুমদার।এর উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়টি, যেখানে ত্রিপুরার প্রাক্তন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে নামকরণ করা হয়েছে। তেমনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানও অনস্বীকার্য বলে জানান তিনি।মেয়র দীপক মজুমদার বলেন, “ড. মুখার্জি রাষ্ট্রগঠনে যে অবদান রেখেছেন, তা বিরোধীদের বহু নেতার চেয়ে অনেক গুণ বেশি। তাই আগরতলা টাউন হলের নাম তাঁর নামে করার সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক এবং সম্মানজনক।
Post Comment