
আগরতলায় রেললাইনে যুবকের মর্মান্তিক মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা পুলিশেরআগরতলা, ২০ জুলাই: আগরতলার সাধু টিলা রেন্টার্স কালীবাড়ি সংলগ্ন এলাকায় রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার সকালবেলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয়রা সকালে রেললাইনের ধারে এক যুবকের ছিন্নভিন্ন দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। স্থানীয় বাসিন্দারাও মনে করছেন, খুব সম্ভবত যুবকটি ভোররাতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। দুর্ঘটনার তীব্রতায় দেহটি ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়।এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।