
আগরতলা শহরের অবকাঠামোগত ও নাগরিক সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য রবিবার সকালেই হঠাৎ মাঠে নামেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তাঁর এই আকস্মিক পরিদর্শনের সময় তিনি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা—মেলারমাঠ, গাঙ্গাইল রোড, অফিস লেইন, জয়নগর ও দশমীঘাট—অঞ্চলে যান। সড়ক ও নিকাশি ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু জায়গায় অব্যবস্থার চিত্র উঠে আসে।মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনে সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, শৈলেশ কুমার যাদব ও কিরণ গিত্যে সহ রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।পরিদর্শন পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা—২০১৪ সালের পরে যারা বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো বিদেশি দেশ থেকে অবৈধভাবে এসেছেন, তাদের রাজ্যে বসবাসের অনুমতি দেওয়া হবে না।এই টাস্ক ফোর্স ২০১৪ সালের পর ত্রিপুরায় প্রবেশ করা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের এই উদ্যোগকে রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।