
আগরতলার লেইক চৌমুহনী বাজারে হঠাৎ করেই চালানো হলো উচ্ছেদ অভিযান। বেআইনিভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আগরতলা পুর নিগম। কর্তৃপক্ষের দাবি, এই দোকানগুলো দীর্ঘদিন ধরে রাস্তাজুড়ে বসে থাকায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও ব্যবসায়ীরা দখল না ছাড়ায়, প্রশাসন বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নেয়।ঘটনার সূত্রপাত মাত্র দু’দিন আগে, যখন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ওই বাজার পরিদর্শনে যান। এরপর রেল নিগমের পক্ষ থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে। সেই নির্দেশ পাওয়ার পরই শুরু হয় বুলডোজার অভিযান, যেখানে একে একে ভেঙে দেওয়া হয় রাস্তার পাশে গড়ে ওঠা বহু অস্থায়ী দোকান।তবে প্রশাসনের এই সিদ্ধান্তে চরম ক্ষোভে ফেটে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, আগাম কোনও নোটিশ না দিয়েই হঠাৎ করে দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বহু পরিবার বহু বছর ধরে এই এলাকায় ব্যবসা করে আসছেন। পূর্বতন সরকার এই ধরনের কঠোরতা কখনও দেখায়নি বলেই তাঁদের দাবি। বিজেপি সরকারের আমলে এই ধরনের দমনমূলক পদক্ষেপে তাঁদের জীবিকা নিয়ে প্রশ্ন উঠেছে।অনেক ব্যবসায়ী বলেন, শুধু দোকান ভাঙা নয়, পুনর্বাসনের কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। ফলে হঠাৎ করেই চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। প্রশাসনের এই আচরণকে তাঁরা অমানবিক বলেও অভিহিত করেছেন।উচ্ছেদ অভিযান নিয়ে রাজনৈতিক স্তরেও শুরু হয়েছে আলোচনা। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।