
অভিমান কখনও কখনও মানুষকে কতটা দূরে নিয়ে যেতে পারে, তার এক বিরল উদাহরণ হয়ে উঠলেন বাংলাদেশের যুবক গৌরমনি বৈদ্য। বাড়ির সঙ্গে সামান্য মনোমালিন্য, আর সেই অভিমানে সীমান্ত পেরিয়ে অনধিকারভাবে ঢুকে পড়লেন ভারতের ত্রিপুরায়! এখন তিনি চরম বিপাকে।সূত্রের খবর, মৌলভীবাজার জেলার গঙ্গানগরের বাসিন্দা গৌরমনি বৈদ্য বাড়ির সঙ্গে ঝগড়ার পর কাউকে কিছু না জানিয়ে সোজা সীমান্ত পার করে ঢুকে পড়েন কৈলাসহরে। উদ্দেশ্য ছিল হয়তো এক চোট ‘বিদেশ ভ্রমণ’ সেরে নেওয়া। কিন্তু অভিমানে নেয়া এই চরম পদক্ষেপ তাঁকে নিয়ে এল ভারতের নিরাপত্তা বলয়ের মধ্যে।কৈলাসহর হয়ে ধর্মনগরে পৌঁছে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করছিলেন গৌরমনি। সেখানেই বিএসএফের নজরে পড়ে যান তিনি। তাঁর মুখের অস্বস্তি ও কথাবার্তার অসঙ্গতিতে সন্দেহ জাগে কর্তব্যরত জওয়ানদের মনে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চমকে দেওয়া তথ্য— গৌরমনির কাছে নেই পাসপোর্ট, নেই ভিসা, এমনকি কোনওরকম বৈধ নথিও নয়। একটাই উত্তর, “বাড়ির লোকজনের সঙ্গে গোসা করে চলে এসেছি!”এরপরই তাঁকে আটক করে কৈলাসহর থানায় হস্তান্তর করা হয়। পুলিশি জেরায় গৌরমনি তাঁর ‘অভিমান-ভিত্তিক অভিযান’-এর কথাই জানান। যদিও সীমান্ত পার হওয়া যে আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হয়, তা হয়তো তাঁর কল্পনারও বাইরে ছিল।পুলিশ সূত্রে জানা গেছে, গৌরমনিকে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং নিয়ম মেনে তাঁকে ‘পুশ ব্যাক’-এর প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।এই ঘটনা যেমন হাস্যরসের জন্ম দেয়, তেমনই তোলপাড় তৈরি করেছে সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়েও। আবেগের বশে নেওয়া পদক্ষেপ যে কতটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, গৌরমনি বৈদ্য তারই এক জীবন্ত প্রমাণ।