
ত্রিপুরায় স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্যজুড়ে বিরোধিতা তীব্রতর হচ্ছে। এবার সরাসরি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে ধর্ণায় বসল তৃণমূল কংগ্রেস। সোমবার, দলের কর্মীরা স্মার্ট মিটারের বিরোধিতায় স্লোগান তুলে বিক্ষোভে শামিল হন। পরে পুলিশ এসে তাঁদের সেখান থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।তৃণমূলের অভিযোগ, স্মার্ট মিটার প্রকল্প সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। আন্দোলনকারীদের দাবি, এই মিটার বসানোয় বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে এবং এর ফলে নানাভাবে সমস্যায় পড়ছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলি।এক তৃণমূল কর্মীর কথায়, “প্রতিদিন বিদ্যুতের দাম বাড়ছে। এখন আবার স্মার্ট মিটারের নামে বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টা সাধারণ মানুষের বিরুদ্ধে এবং দেশের ধনী শিল্পপতিদের পক্ষে কাজ করছে।”দলের তরফে জানানো হয়েছে, স্মার্ট মিটার বিরোধী আন্দোলন শুধু আজকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজ্যজুড়ে আগামী দিনেও তা চলবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন।এই প্রতিবাদ শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, বরং একে সাধারণ মানুষের আর্থিক স্বস্তির প্রশ্ন বলেই দেখছে তৃণমূল কংগ্রেস।